ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ইউএনবি)- নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
এছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে গ্রেপ্তার, জব্দ এবং যে কারো ওপর চড়াও হতে সহায়তা করবে বলে এই আইনের দৃঢ় নিন্দা জানান ড. কামাল।
গত ২০ সেপ্টেম্বর ডিজিটাল সিকিউরিটি বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়।
‘আইনের শাসন ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে উঠেছে’ উল্লেখ করে তিনি এই ঐক্য জেলা উপজেলা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।