ড. কামাল
অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিন: ড. কামাল
অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে যৌক্তিক সময় দিতে দেশের রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার (৩০ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ড. কামাল বলেন, 'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা করা এবং সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া সকল রাজনৈতিক দল ও নাগরিকদের নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, গত ১৬ বছরে নির্লজ্জ রাজনীতিকরণের কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
ড. কামাল হোসেন বলেন, এসব প্রতিষ্ঠানের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন: ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা হয়েছে। এই ঐকমত্য শেষ পর্যন্ত সমুন্নত রাখতে হবে। ‘এটি নিশ্চিত করার জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি ও সুশীল সমাজের অংশগ্রহণে একটি জাতীয় সংলাপ অপরিহার্য বলে আমি মনে করি।’
ড. কামাল আরও বলেন, ছাত্রসমাজ ও জনগণ আবারও প্রমাণ করলো এই দেশ জনগণের, কোনো স্বৈরশাসকের নয়।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনের চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীনভাবে মানবিক বাংলাদেশ গড়তে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। ‘আসুন আমরা নতুন জাতি গঠনের সংগ্রামে ঐক্যবদ্ধ হই।’
ড. কামাল বলেন, ৩১ বছরের রাজনৈতিক যাত্রায় গণফোরাম কখনো তাদের নীতির সঙ্গে আপস করেনি।
বর্তমান পরিস্থিতিতে দলের অভ্যন্তরে বিভক্তি ও ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে গণফোরামের নেতাকর্মীরা দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে জুলাই-আগস্ট আন্দোলনের সময় নিহত ফারহানুল ইসলাম ভূঁইয়ার বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া গণফোরামের সম্মেলন উদ্বোধন করেন।
কাউন্সিলে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি ও ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারকে ড. কামালের অভিনন্দন
৩ সপ্তাহ আগে
নির্দলীয় সরকার চান ড. কামাল
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে নেয়ার দাবি জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিএনপির সঙ্গে গড়া নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় সক্রিয় করার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার দাবি জানাই। কেননা এর আগে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয় না।’
শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন গণফোরাম সভাপতি।
আরও পড়ুন: ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলের আহ্বান ড. কামালের
ড. কামাল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আশা করতে পারি।’
গণফোরাম প্রধান বলেন, বিষয়টি জনসম্মুখে নিয়ে আসার জন্য তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি উত্থাপন করেছেন।
সংবিধানে নির্দলীয় সরকার নিয়ে কোনো ধারা নেই; এ বিষয়টিতে তার মনোযোগ আকর্ষণ করা হলে ড. কামাল বলেন, জনগণের দাবির মুখে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আরও পড়ুন: সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করতে ঐক্যবদ্ধ আন্দোলন চান ড. কামাল
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি তাদের দাবি না মেনে নেয় তাহলে একটি সংকট সৃষ্টি করা হবে এবং একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।
জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় সক্রিয়করণ
ড. কামাল বলেছেন, যদিও জাতীয় ঐক্যফ্রন্ট একটি নিষ্ক্রিয় প্লাটফর্মে পরিণত হয়েছে। তবুও এখনও এটাকে সক্রিয় করার সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘ওই অর্থে ঐক্যফ্রেন্টের কোনো অস্তিত্ব এখন নেই। তবে এটাকে পুনরায় সক্রিয় করার সুযোগ আছে।’
গণফোরাম সভাপতি বলেন, ঐক্যফ্রন্টকে সক্রিয় করতে তারা আলোচনায় বসবেন ও পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
২০১৮ সালের ১৩ অক্টোবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। তারা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নেয় এবং সব মিলিয়ে নির্বাচনে আটটি আসনে জয় লাভ করে। এর মধ্যে ছয় আসনে বিএনপি এবং গণফোরাম জয় লাভ করে দুই আসনে।
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন
ড. কামাল বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার চেয়ে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা ভালো। ‘সার্চ কমিটি নিরপেক্ষ হতে পারে না যদি না এটি নিরপেক্ষ ব্যক্তির দ্বারা গঠিত হয়।’
তিনি বলেন, ‘আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করার পক্ষে আমরা। আমরা মনে করি, আইন প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের একটি সুযোগ আছে।’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহনের ভাড়া বাড়ার পরে সকল নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন ড. কামাল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস করতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান করেন তিনি।
এছাড়া ড. কামাল বলেছেন, ৪ ডিসেম্বর তাদের দলীয় সম্মেলন করার পরিকল্পনা ছিল। তবে তারা এটি আগামী জানুয়ারি মাসের শেষে করতে পারেন।
আরও পড়ুন: খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
৩ বছর আগে
ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলের আহ্বান ড. কামালের
দেশ ‘পুরোপুরি স্বৈরতন্ত্রের নিয়ন্ত্রণে’ রয়েছে উল্লেখ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজনৈতিক দলগুলোকে এ সরকার উৎখাত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘জনগণ তাদের অধিকার থেকে বঞ্ছিত। বর্তমান সরকারের প্রতি তাদের কোনো ভরসা নেই। তারা (সরকার) জোর করে ক্ষমতা দখল করে আছে। দেশে এখন পুরো স্বৈরতন্ত্র বিরাজ করছে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট এই রাজনীতিক বলেন, দেশকে ‘স্বৈরতন্ত্র’ থেকে রক্ষা করতে জনগণের ঐক্য এখন অপরিহার্য।
আরও পড়ুন: খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
তিনি বলেন, ‘জনগণ আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত। রাজনৈতিন দলগুলো তাদের ঐক্যবদ্ধ করতে পারলে জনগণ রাজপথে নেমে আসবে। রাজপথের সংগ্রামের মাধ্যমে আমাদের জনগণ দেশের মালিকানা ফেরত পাবে।’
বর্তমান সরকারের দেশ পরিচালনার নৈতিক অধিকার নেই বলেও দাবি করেন ড. কামাল।
এদিকে এ অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘প্রতিটা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় না। নির্বাচনী ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে আমাদের সব জায়গায় জাগ্রত করতে হবে। আমাদের এই সরকারকে উচ্ছেদ করতেই হবে।’
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উৎখাত নিশ্চিত করতে রাজপথে শক্তিশালী আন্দোলনের বিকল্প নেই।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটা পরিবর্তন আনতে আন্দোলনই আমাদের একমাত্র পথ। আমি বিশ্বাস করি, এখানে যে সকল জাতীয় নেতা আছেন তারা একসঙ্গে রাজপথ দখল নিলে একটা পরিবর্তন আসবে।’
পড়ুন: নির্বাচনী মাঠ খালি করছে সরকার: ফখরুল
৩ বছর আগে
গণফোরাম ছাড়লেন রেজা কিবরিয়া
পার্টিতে যোগদানের প্রায় ২৬ মাস পর ড. রেজা কিবরিয়া গণফোরাম এবং এর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।
৩ বছর আগে
খালেদা জিয়াকে জামিন না দেয়া সংবিধানের লঙ্ঘন: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন মঙ্গলবার বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিন ও যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘনের সমতুল্য।
৪ বছর আগে
জনগণের ভোটাধিকার ‘পুনরুদ্ধারে’ রাস্তায় নামবো: ড. কামাল
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ‘পুনরুদ্ধার’ করতে নিজেদেরকে আরও ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
৪ বছর আগে
জনগণকে বঞ্চিত করার অধিকার কারও নেই: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন মঙ্গলবার বলেছেন, যারা জনগণকে মানবাধিকার থেকে বঞ্চিত করেন তারা ‘অপরাধী ও ডাকাত’।
৫ বছর আগে
রাশেদ খান মেননকে ধন্যবাদ দিলেন ড. কামাল
ঢাকা, ২০ অক্টোবর (ইউএনবি)- গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
৫ বছর আগে
খালেদার সাথে দেখা করতে চান ঐক্যফ্রন্ট নেতারা
ঢাকা, ২০ অক্টোবর (ইউএনবি)- আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে চান।
৫ বছর আগে
দেশের ‘সুরক্ষায়’ জাতীয় সরকার চায় ঐক্যফ্রন্ট
ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- ক্ষমতাসীন দল দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে অভিযোগ করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট দেশের সুরক্ষায় জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে।
৫ বছর আগে