হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের পর কাঙ্ক্ষিত সংস্কার ও গণহত্যার বিচার না করে যেনতেন নির্বাচনের মাধ্যমে কোনো দলকে ক্ষমতায় বসানো হলে জনগণ সেটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলান রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। নির্বাচনের আগে অবশ্যই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
শনিবার (১৪ জুন) বগুড়া শহরের শাহওয়ালি উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষা শিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের এই নেতা বলেন, জনগণ যেন বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আসন্ন নির্বাচনে ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই সারা দেশে আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের সকল নেতাকর্মীকে দলের প্রার্থীর পক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
আরও পড়ুন: বিদেশে যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে: জামায়াত
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনার পলায়নের মধ্যদিয়েই মূলত দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা একটি রাজনৈতিক দলের ভেতরে প্রবেশ করে নতুন করে ফ্যাসিবাদের জন্ম দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেবে না। শিক্ষাশিবিরে বগুড়া শহর, বগুড়া জেলা, জয়পুরহাট জেলা, সিরাগঞ্জ জেলা এবং পাবনা জেলা জামায়াতের পুরুষ ও নারী কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক আব্দুর রহিম, পাবনা জেলা আমির অধ্যাপক তালেবুর রহমান, জয়পুরহাট জেলা আমির ডা. ফজলুর রহমান সাইদ, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম।