নির্বাচনের দুইদিন আগে ও পরের দুইদিন অনিয়ম রোধে সারাদেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এরমধ্যে চট্টগ্রামের ১৬টি আসনে ২৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
এই ম্যাজিস্ট্রেটরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ইনসানিয়াত বিপ্লবের করা রিটের শুনানি বুধবার
বুধবার(২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস, ব্যালট বাক্স ছিনতাই, ভোটগ্রহণে বাধা প্রদান এবং নির্বাচনের পরিবেশ অনুকূল না রাখার অপরাধের সংক্ষিপ্ত বিচার ম্যাজিস্ট্রেটরা করতে পারবেন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু হবে: সিইসি