তিনি বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়েরও হয়, এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
রবিবার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সাথে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও আহত হন। মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, হামলার ঘটনায় প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
‘ভিন্নমত প্রকাশের অধিকার প্রত্যেকেরই রয়েছে। ডাকসুর ভিপির সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে। এখানে অন্যান্য বহিরাগতরা ছিল, এসব কথা অনেকে বলছে। যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় এবং আমি এর নিন্দা জানাই,’ বলেন তিনি।
এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে বলে জানান কাদের।
‘আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যারাই এই অপকর্মে থাকুক, যারা এ ধরনের হামলা করেছে তাদের বিচার হওয়া উচিত,’ যোগ করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ছিল কিনা সেটা আমি দেখি না, তারপরও সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
আগেও নুরের ওপর হামলা হয়েছে তখন দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এবার শাস্তি বাস্তবায়ন করা হবে, বাস্তবায়ন হলে দেখবেন।’
এসব ঘটনায় সরকার বিব্রত কিনা এমন প্রশ্নে সেতুমন্ত্রী কাদের বলেন, অবশ্যই এ ধরনের ঘটনায় বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তবে সরকার কোনো ঘটনায় নির্বিকার থাকেনি। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।