ঢাকা, ০৮ নভেম্বর (ইউএনবি)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সত্ত্বেও গত মঙ্গবলবারের ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে তিন দিনে দুই হাজার ২০০ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিএনপির অভিযোগ।
বৃহস্পতিবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাথে সংলাপকালে প্রধানমন্ত্রী নতুন করে মামলা ও গ্রেপ্তার করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি রাজবন্দীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির পরও তা থেমে থাকেনি।
গত মঙ্গলবার সোহরাওয়াদী উদ্যানের সমাবেশকে ঘিরে নতুন করে মামলা ও গ্রেপ্তার শুরু হয়েছে জানিয়ে রিজভী বলেন, যতটুকু তথ্য পেয়েছি গত তিন দিনে দুই হাজার ২০০ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক সংসদ সদস্য, বিভিন্ন জেলা, পৌরসভাসহ বিভিন্ন স্থান থেকে দলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছে বলে জানান তিনি।