ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী টিএসসি এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে, সাভার ছাত্রলীগের উপজেলা নেতা-কর্মীরা এই ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বুস্তান্দ এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ধর্ম ভিত্তিক বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের নভেম্বর মাসে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কুষ্টিয়া পৌরসভা সূত্র জানায়, সেখানে নিচের দিকে জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণেরও পরিকল্পনা নেয়া হয়।
কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম জানান, এর মধ্যে মজমপুরের দিকে মুখ করে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেয়ার একটি ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষের দিকে ছিল।