তিনি বলেন, ‘সব সময় তারা বাংলাদেশের বিপক্ষে ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত, জঙ্গি-রাজাকারের ভাড়াটে হিসেবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুংকার ছাড়ছে।’
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা জাসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শুরু করে কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে।
ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে এ রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ‘এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ অভিযোগে গ্রেপ্তার প্রত্যেককে সাজা দেয়া বাঞ্ছনীয়। এদের কোনো রকম ছাড় দেয়ার জায়গা নেই।’
এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই মাদরাসা শিক্ষার্থী ও দুই শিক্ষকের পুলিশ রিমান্ড বুধবার থেকে শুরু হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের হেফাজতে নিয়েছে পুলিশ।’
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য়ের মুখ ও হাতের অংশে ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার এ ঘটনায় কুষ্টিয়াসহ দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।