জনদুর্ভোগের কথা বিবেচনা করে পুলিশ বিএনপিকে তাদের ডাকা সমাবেশ নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে গোলাপবাগ মাঠে বা অন্য কোনো স্থানে করার পরামর্শ দিয়েছে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার তিনি এই পরামর্শ দেয়ার কথা বলেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘পুলিশ এখনো বিএনপিকে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি। বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় আমরা তাদের গোলাপবাগ মাঠ বা অন্য কোনো মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: ২৫০ জনের বিরুদ্ধে মামলা
এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি।
এর আগে খন্দকার গোলাম ফারুক রাজনৈতিক দলগুলোকে জনদুর্ভোগ সৃষ্টি না কর তাদের কর্মসূচি পালনের আহ্বান জানান। কারণ ভবিষ্যতে তারা জনদুর্ভোগের কারণ হলে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করতে বাধ্য হতে পারে।
আরও পড়ুন: ‘সীমান্তে অস্ত্র মজুদ’ করার কাদেরের অভিযোগ আন্দোলন বানচালের ষড়যন্ত্র: ফখরুল
আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট নয়টি রাজনৈতিক দল ২৭ জুলাই রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে। তবে কয়েকটি দলকে অনুমতি দেওয়া হবে বলে জানান ডিএমপি প্রধান।
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রাজনৈতিক সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার, তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির দায়িত্ব।
শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তাদের এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
তাদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুপুর ২টায় রাজধানীতে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।