রাজধানীতে বিএনপির নির্ধারিত মহাসমাবেশের মাত্র ২ দিন আগে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৮টায় তিনি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান এবং তার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন।
আরও পড়ুন: সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফখরুল বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব বৃহস্পতিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে দলের পরিকল্পনা সম্পর্কে বিএনপি চেয়ারপার্সনকে অবহিত করেন। এ বিষয়ে ফখরুলকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন বিএনপি চেয়ারপার্সন।
মির্জা ফখরুল সর্বশেষ গত ৮ জুলাই বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে এক দফা দাবির কথা জানান।
গত ২২ জুলাই এক দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
সমাবেশস্থলের জন্য নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য `অপ্রত্যাশিত’: মির্জা ফখরুল