আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপিকে ঢাকায় বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগ দেয়ার জন্য ঢাকায় আসবেন। তাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
আরও পড়ুন: কালনা সেতুর নাম এখন মধুমতি সেতু: সেতুমন্ত্রী
মঙ্গলবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।
গত ১০ ডিসেম্বরের সমাবেশে বিএনপি তাদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ডিসেম্বর ঢাকা ও দেশের সব জেলা শহরসহ বড় শহরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে।
অন্যদিকে, দিনটি আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের সঙ্গে মিলে গেছে।
কাদের বলেন, বৈশ্বিক সংকট বিবেচনা করে তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহজভাবে কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আমরা আশা করি একটি সফল কাউন্সিল অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ সুপার ফ্লপ হওয়ায়, বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো ও উন্নতির দিকে যাচ্ছে।
আরও পড়ুন: বিএনপির ১০ দফার মধ্যে মেনে নেয়ার মতো দাবি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: সেতুমন্ত্রী