শনিবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসন থেকে ড. কামাল হোসেন নির্বাচিত হয়েছিলেন। আমরা তাকে ৮৬ সনে মনোনয়ন দিয়েছিলাম। তিনি হেরে গেছেন, কিন্তু আমরা জিতেছি। ৯১ সনে মনোনয়ন দিয়েছিলাম, আবারো তিনি হেরে গেছেন।’
ড. কামাল হোসেনের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন তিনি জোট করেছেন তাদের সাথে যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। জোট করেছেন তাদের সাথে যারা ২১ আগস্ট ২৪ জনকে হত্যা করেছে। জোট করেছেন তাদের সাথে যারা স্বাধীনতা বিরোধী ও মা-বোনের ইজ্জত লুটেছে।’
ঐক্যজোটের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের সাত দফা দাবির সবকটি সংবিধান পরিপন্থী। কোনোটাই গ্রহণযোগ্য নয়। তাদের শুধু একটা দফা দেয়ার বাকি ছিল, ‘আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেন।’
তোফায়েল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ হবে অন্যতম শ্রেষ্ঠ দেশ। এই ভোলা হবে সিঙ্গাপুরের মতো।
জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু ।