চট্টগ্রাম, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ চলাকালে চট্টগ্রামে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার বিকালে নগরীর নাসিমন ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- জিল্লুর রহমান জুয়েল, হুমায়ুন আহমদ, বাবু ও শাহআলম। এদের মধ্যে জুয়েল নগর যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, ‘সমাবেশ চলাকালে আমাদের ছেলেরা স্লোগান দিতে থাকলে ৪০/৫০ জন বহিরাগত যুবক আমাদের ওপর হামলা চালায়।’
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বলেন, ‘হামলাকারীরা নগর যুবদলের কেউ না। তারা বহিরাগত। তারা কেন হামলা করেছে আমি জানি না। ঘটনার সময় আমি নাসিমন ভবনে ছিলাম না।’
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. জামাল বলেন, বিএনপির সমাবেশ চলাকালে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে ৩/৪ জন সামান্য আহত হয়েছে।