চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।
চট্টগ্রাম মহানগর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ৫০-৬০ জন অজ্ঞাতনামা রয়েছেন।
আরও পড়ুন: নওগাঁয় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
এদিকে রাতেই ডা. শাহাদাত হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বাদী হয়ে সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করে বলে সিএমপির কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে ৪ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দুটি মোটরসাইকেলসহ কয়েকটি টং দোকান ও চেয়ার-টেবিলে আগুন ধরিয়ে দেয়। কাজীর দেউড়ি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২০
ঘটনার দুঘণ্টা পর নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকার ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় একজন সাংবাদিককে আটক করা হলেও পরে রাতে তাকে ছেড়ে দেয়া হয়।
ওসি নেজাম উদ্দিন জানান, ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দুই মামলায় ইতোমধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগমসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে উপস্থাপন করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ