সমাবেশে জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে সরকার। এর প্রভাব সর্বত্র পড়বে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছুর মূল্য বেড়ে যাবে। জনগণের জীবনজীবিকা চরম সংকটে পড়বে।’
অবিলম্বে বিদ্যুতের মূল্য কমিয়ে আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক বিভাজনে মোদি সরকার আন্দোলনরত সাধারণ মানুষের ওপর হামলার মদদ দিয়েছে। এর বিষবাষ্প ছড়িয়ে পড়তে পারে অনেক জায়গায়। ফলে সাম্প্রদায়িক হানাহানি বৃদ্ধি পেতে পারে। দিল্লিতে সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করে মানুষের স্বাভাবিকতা ফিরিয়ে আনা হোক।’
প্রসঙ্গত, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫.৩ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮.৪ শতাংশ বাড়িয়েছে। নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর হবে বলে বৃহস্পতিবার বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম তার কার্যালয়ে ঘোষণা দেন।বিদ্যুতের খুচরা মূল্য প্রতি কিলোওয়াট ঘণ্টা ৬.৭৭ টাকা ইউনিট থেকে বাড়িয়ে ৭.১৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ৪.৭৭ টাকা থেকে বাড়িয়ে ৫.১৭ টাকা করা হয়েছে।