বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশে ‘কার্যকর গণতন্ত্র’ নিশ্চিত করার জন্য এই ঐক্য গঠন করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘আমরা যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া একটি বৃহত্তর জাতীয় ঐক্যের যৌথ ঘোষণা দিচ্ছি, যা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করবে। আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে এবং প্রতিটি ঘরে ঐক্য গড়ে তুলব, যাতে মানুষ তাদের দেশের মালিকানা ফিরে পান।’
ড. কামাল আরো বলেন, ‘আজ (শনিবার) থেকে বৃহত্তর জাতীয় ঐক্য শুরু হয়েছে। আমি আশা করি আমাদের ঐক্য জনগণের সমর্থন নিয়ে খুব ইতিবাচক ফল বয়ে আনবে এবং দেশে কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।’
যুক্তফ্রন্ট সভাপতি বদরুদ্দোজা চৌধুরী প্রেস ক্লাবে আসার পথে অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
তবে যুক্তফ্রন্টের সদস্য সচিব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দুই অংশের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যৌথ ঘোষণাপত্র পাঠ করেন। এতে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আগামী সাধারণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি ও নয়টি লক্ষ্যমাত্র তুলে ধরা হয়।