ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- উন্নয়নের ধারা বজায় রাখার স্বার্থে দেশের মানুষ আগামী নির্বাচনে আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে এবং উন্নয়নের ধারা বজায় রাখবে।’
শনিবার আওয়ামী লীগের ১১তম জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমিটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পরও তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। এটি এক দুর্লভ ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখা আওয়ামী লীগের জন্য সম্ভব হয়েছে, কারণ তারা সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কাজ করছেন এবং উন্নয়নের সুফল গ্রামীণ ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছেন।