রংপুর জেলা ও আওয়ামী লীগের মহানগর কমিটি ভেঙে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে ভয়ঙ্কর পরাজয় ও পারফরম্যান্সের পর বিলুপ্ত ঘোষণা করা হয়।নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী জামানত হারিয়ে চতুর্থ অবস্থানে চলে যান।
রবিবার (১ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
আরও পড়ুন: দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: কাদের
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙ্গে দিয়েছেন এবং সংগঠনের সংবিধানে তাকে অর্পিত ক্ষমতাবলে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।
ড. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক করে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একেএম সায়াদত হোসেন বকুলকে আহ্বায়ক ও অধ্যাপক মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক রংপুর আওয়ামী লীগের জেলা শাখার জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়!