বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘আপনাদের নেতা জেলে থাকলেও বেঁচে আছেন। তারপরও আপনারা বাতিল নেতা ভাড়া করে এনেছেন। আপনাদের পদত্যাগ করা উচিত। আপনারা মানসিকভাকে অসুস্থ এবং আপনাদের রাজনৈতিক দেউলিয়াত্বের জন্য মানসিক চিকিৎসা নেয়া প্রয়োজন।’
রবিবার রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসুন তারপর তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন।
বিএনপিকে ষড়যন্ত্রকারী দল হিসেবে আখ্যায়িত করে নাসিম বলেন, তাদের কোনো ষড়যন্ত্র এখন বাস্তবায়িত হচ্ছে না। নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তার জন্য প্রস্তুত হন।
প্রসঙ্গত, বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ছাড়াই গত শনিবার বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্তফ্রন্টের একাংশকে নিয়ে জাতীয় এক্য ফ্রন্টের যাত্রা শুরু হয়।