শুক্রবার দুপুরে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। এ সময় তাকে সহযোগিতা করেন সদর আংশিক সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন।
আরও পড়ুন: উপনির্বাচন: ২ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির
মনোনীত প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় পার্টির শেখ মো. ফায়েজ উল্যাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেস থেকে মো. আবুল কালাম আজাদ বাবুল।
আগামী ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আ’লীগের জয়
গত ২৮ জানুয়ারি মানবপাচার ও ঘুষ কেলেঙ্কারির মামলায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গত ৩ মার্চ ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে ‘জালিয়াতি’ হয়েছে: বিএনপি