মঙ্গলবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম এমদাদুল হকের আদালত তাকে অব্যাহতি এবং অপর আসামি অপুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার কবির বাবুল বলেন, ‘সেলিম ওসমান মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করার প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আসামি অপুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।’
মামলা সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে।
ঘটনাটি ওই সময় সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয় এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পরে।
ওই ঘটনায় সেলিম ওসমানের জড়িত থাকার ব্যাপারে একই বছরের ১০ আগস্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
পরবর্তী বছরের ১৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান বিচার বিভাগীয় প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করেন।