প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারাবিশ্বে একজন মর্যাদাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, পঁচাত্তরের ষড়যন্ত্রকারীরা আজও কালচক্রের চক্রান্ত চালাচ্ছে।
তিনি বলেন, এই চক্রান্ত সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক পরিবার, একটি মহীরুহ-যা খরতপ্ত দুপুরে মানুষকে বার বার ছায়া দিয়েছে এবং ঝড়-বৃষ্টিতে মানুষকে আশ্রয় দিয়েছে। এই মহীরুহের অনেক ডালপালা রয়েছে- এ ডাল পালার মধ্যে রয়েছেন প্রয়াত জননেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আতাউর রহমান খানের মতো বলিষ্ঠ কিছু ব্যক্তিত্ব।
আরও পড়ুন: বিএনপি জোট কৃষির উন্নয়নে কাজ করেনি: মতিয়া চৌধুরী
সোমবার (৯ অক্টোবর) বিকালে চট্টগ্রামেমর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বেগম মতিয়া চৌধুরী বলেন, কখনো জনবিচ্ছিন্ন হবেন না। আপনারা মনে রাখবেন শেখ হাসিনার একমাত্র চিন্তা বাংলাদেশকে এগিয়ে নেওয়া। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। আমাদের সকলের একমাত্র লক্ষ্য ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশে রূপান্তর। তাহলে উন্নত দেশ হিসেবে আমাদের স্বপ্ন ও প্রাপ্তির ষোলকলা পূর্ণতা পাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে, আজকে গ্রামাঞ্চলে ফকিরেরা পান্তা ভাত দিলে খেতে চায়না। আমরা অনেক উৎসব শুনেছি, কিন্তু বছরের শুরুতে বই উৎসব হচ্ছে শেখ হাসিনার উপহার, যা পৃথিবীর কোথাও নেই। দেশের কমিউনিটি ক্লিনিকে ২২ রকমের ঔষধ বিনামূল্যে পাওয়া যায়। গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়ে শেখ হাসিনার সরকার নজির স্থাপন করেছে। আজকে আমরা দেখতে পায় বাংলাদেশ দূর্দান্তনীয়ভাবে এগিয়ে চলেছে। এখান থেকে পিঁছনে যাওয়ার কোন অবকাশ নেই। যদিও ষড়যন্ত্র হচ্ছে, শত্রুর মুখে চাই দিয়ে আমাদের গতি কেউ রোদ করতে পারে নাই, শেখ হাসিনার গতি কেউ রোদ করতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ৭১’র সদ্য স্বাধীন দেশের অগ্রযাত্রাকে তারা রুদ্ধ করে দিয়েছিল। কারণ, ’৭৫-এর ঘাতকরা এখনো নানাভাবে দেশের ক্ষতি, শেখ হাসিনার ক্ষতি ও আওয়ামী লীগের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। এ চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এবং জনসাধারণকে সচেতন করতে হবে।
আরও পড়ুন: বিএনপি সমঝোতার সুযোগ রাখেনি: মার্কিন প্রতিনিধি দলের কাছে ওবায়দুল কাদের