তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব যে কোনো সময় আমাদের দেশে আসতে পারেন। তবে তিনি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন তা অজানা রয়ে গেছে। তারা কী আলোচনা করেছেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি যে তিনি বন্ধুত্বের দুর্বলতা সংস্কার করতে এসেছেন।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, ‘সরকার কী আলোচনা করেছে এবং দেশের অবস্থান কী তা জনগণকে জানিয়ে দেয়া তাদের দায়িত্ব। আমরা আশা করব, তিনি (শ্রিংলা) পররাষ্ট্র নীতি সম্পর্কে কী বলেছেন, সরকার জনগণকে সব বিষয় অবহিত করে তাদের অধিকার রক্ষা করবে।’
মঙ্গলবার দুদিনের সফরে আসার পরে ঢাকার ভারতীয় হাই কমিশন বলেছে, পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুদেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং সেগুলো এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেছেন, অতীতে সরকার মানুষকে অন্ধকারে রেখে ভারতের সাথে অনেক বিষয়ে আলোচনা করেছে এবং অনেক চুক্তি স্বাক্ষর করেছে। এখনও সেসব চুক্তির কোনো কিছু প্রকাশ করা হয়নি।