মঙ্গলবার সকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপ হবে সংবিধানের ভিত্তিতে। সংবিধানের বাইরে কোনো সংলাপ হবে না।’
এর আগে মন্ত্রী ৪ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত দু’টি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও অধ্যাপক রমেন্দু বিকাশ দের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল্লাহ খানঁ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাকিম, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমুখ।