তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দলের সাথেও সংলাপে বসতে চান; তবে যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে যাবে, তাই সময় পাওয়া যাবে কিনা- সংশয় প্রকাশ করেন কাদের।
বুধবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্টদূত ম্যারি আনিক বার্ডিন এবং জার্মানের রাষ্ট্রদূত পির্টার ফারেনহোল্টজ- এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে দলমত নির্বিশেষে সবাই সমর্থন দিয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এঙ্কারেজ ও সমর্থন (উৎসাহ) দিয়েছেন।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাথে সংলাপে আওয়ামী লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল থাকবে। সংলাপে প্রধানমন্ত্রীর কোনো পুর্ব শর্ত নেই। সংলাপে যেকোন ইস্যুতে কথা বলা যাবে।
খালেদা জিয়ার সাজা বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা আদালতের বিষয়। খালেদার মামলার রায়ের সাথে সংলাপের কোনো সম্পর্ক নেই। আদালতের রায়ে বিএনপিকে লিগ্যাল ভেটালে (আইনি লড়াইয়ে) যেতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এম্বাসেডররা (রাষ্ট্রদূতরা) জানতে চেয়েছেন নির্বাচন সম্পর্কে, নির্বাচন বায়োলেন্স ফ্রি হবে কি না । আমি বলেছি নির্বাচন শিডিউল ঘোষণা্ হলে নির্বাচন আচরণবিধি মেনে চললে তখন লেভেল প্লেয়িং হবে ।
তিনি আরও বলেন, তাদের (রাষ্ট্রদূত) বলেছি- নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে । তখন সরকার শুধু রোটিন ওয়ার্ক করবে।