বুধবার ১২টা ১৫ মিনিটে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে ওই চিঠি তার গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায় প্রধা্নমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
সুনীল শুভরায় ইউএনবিকে বলেন, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের পক্ষে এইচ এম এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন।
গত রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংলাপ চেয়ে প্রধানন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠান। প্রধানমন্ত্রী ওই চিঠি গ্রহণ করে মঙ্গলবার সকালে সংলাপেরে আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেনকে চিঠি দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সংলাপে বসার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মঙ্গলবার এক চিঠিতে একই ইস্যুতে সংলাপে অংশ নিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দেন।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে বি চৌধুরীর দলকেও শুক্রবার গণভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।