বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জে নবনির্মিত এ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) তৃতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন। তাই তিনি আজ সংলাপে বসছেন। সব রাজনৈতিক দল এ সংলাপে অংশ নেবে। প্রধানমন্ত্রীর উদার দৃষ্টিভঙ্গি রয়েছে, তার এই উদার দৃষ্টিভঙ্গিকে সবাই শ্রদ্ধা করেন।
২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সংলাপের আহবানে সাড়া না দিয়ে বিএনপি ভুল করেছে উল্লেখ করে নাসিম বলেন, এখন তারা সে ভুলের খেসারত দিচ্ছে। তারা এখন সংলাপে অংশ নেবে। সফল সংলাপ শেষে নির্বাচনে এসে জনগণের রায় মেনে নেবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ এ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থেকে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এরপর এ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল, গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বক্তব্য রাখেন।