বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম ও পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘আলাপ-আলোচনা হবে মহাজোটের সাথে। কারণ, আমরা মহাজোটে ছিলাম, মহাজোটের শরীকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছি। আমাদের লক্ষ্য এবং কথা ছিল অভিন্ন, তাই আলাপ-আলোচনার মধ্য দিয়েই সকল সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি বলেন, সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করেছেন।
জাপার মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম দল। দলকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। পার্টির সংসদীয় দলের সদস্যরা মহাজোটের সাথে আলাপ আলোচনা করে সংসদে দলের ভূমিকা নির্ধারণ করবেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য- কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, আবুল কাশেম, মুজিবুল হক চুন্নু প্রমুখ।