চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ও এর সহযোগী সংগঠন ও সমমনা দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ তাদের ১০ দফা দাবি আদায়ে শনিবার সব বিভাগীয় ও জেলা শহরে মানববন্ধন করবে।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কোনো শর্ত ছাড়াই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে চাপ দেয়া, তার বিরুদ্ধে 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং দলের ১০ দফা দাবি আদায় করার জন্যও বিরোধী দলগুলোর এই কর্মসূচির উদ্দেশ্য।
প্রধান বিরোধী দল গত সপ্তাহে বিভাগীয় শহরগুলোর আওতাধীন সব থানায় পদযাত্রা কর্মসূচির পর এ কর্মসূচি ঘোষণা করে।
শুক্রবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে মানববন্ধন করবে এবং গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে সকাল ১১টায় আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করবে।
আরও পড়ুন: সালাহউদ্দিনকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ চায় বিএনপি
এছাড়া একই দিন সকাল সাড়ে ১১টায় বিজয়নগর আল-রাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী গণতান্ত্রিক জোট এবং বিজয় নগর পানির ট্যাঙ্কের কাছে মানববন্ধন করবে ১২ দলীয় জোট।
বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাড্ডায় সুবাস্তু টাওয়ারের সামনে এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে পৃথক তিনটি মানববন্ধন করবে।
গত বছরের ডিসেম্বর থেকে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো সরকার পতনের জন্য একযোগে আন্দোলন শুরু করে, অথবা অন্তত আগামী নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক বা নির্দলীয় বিধানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে।
এছাড়া গত ২৮ জানুয়ারি থেকে রাজধানীর পাঁচটি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা।
দলটি তাদের ১০ দফা দাবি আদায়ে সারাদেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে একই ধরনের কর্মসূচির আয়োজন করেছে।
আরও পড়ুন: আ.লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে: বিএনপি মহাসচিব