তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ তাদের ১০ দফা দাবি জানাতে ২৫ জানুয়ারি দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সকল মহানগর ও জেলা সদরে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল শাসন চালু হয় এবং গণতন্ত্র ধ্বংস হয়। সেজন্য সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়া ও বিএনপি নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবি জানাতে আগামী ২৫ জানুয়ারি বিএনপি সব শহর ও জেলায় দেশব্যাপী সমাবেশ করবে।’
এর আগে বিএনপিসহ অন্যান্য সমমনা বিরোধী দলগুলোর নেতাকর্মীরা তাদের ১০ দফা দাবি জানাতে এবং সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে নয়াপল্টন এলাকায় সমাবেশ ও মিছিল করেন।
সকল মহানগর, জেলা শহর, উপজেলা ও পৌরসভা সদরে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
গত ১১ জানুয়ারি বিএনপি দেশব্যাপী সোমবার (১৬ জানুয়ারি) কর্মসূচি ঘোষণা করে।
আরও পড়ুন: 'আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারকে পতনে বাধ্য করবে': ফখরুল
রাজধানীর নয়াপল্টনে দলের অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ জানুয়ারি নয়াপল্টনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে, বিজয় নগর পানির ট্যাঙ্কের কাছে ১২ দলীয় জোট, পুরানা পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিংয়ে এলডিপি, জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে গণতান্ত্রিক বাম ঐক্য এবং আরামবাগে গণফোরাম (মন্টু) পৃথকভাবে অনুরূপ কর্মসূচি পালন করে এবং ১৬ জানুয়ারি সারাদেশে সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করে।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ অন্যান্য সমমনা বিরোধী দল, জোট ও সংগঠন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ তাদের ১০ দফা দাবি আদায়ে রাজধানীসহ দেশের ৯টি বিভাগে অবস্থান কর্মসূচি পালন করে।
আরও পড়ুন: বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারের ‘জনবিরোধী’ সিদ্ধান্ত: ফখরুল