করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সাতদিন পর মঙ্গরবার পরীক্ষায় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের রিপোর্ট নেগেটিভ এসেছে।
শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও সিইও ইমরান চৌধুরী ইউএনবিকে বলেন, ‘অসুস্থ আওয়ামী লীগ নেতার চিকিৎসার জন্য গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড তাকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করবে।’
তবে সাবেক মন্ত্রীর সিটি স্ক্যান করা হয়নি কারণ বর্তমান অবস্থায় এটি তার জন্য অনুকূল নয় বলে তিনি জানান।
এর আগে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এর আগে গত ২ জুন নাসিমের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। ৪ জুন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তার সফল অস্ত্রোপচার করা হয়।