‘আমি বলতে চাই এটা একটা লোক দেখানো নির্বাচন। হৈ চৈ হবে, মিছিল হবে, কিন্তু নির্বাচনের দুই দিন আগে দেখবেন সব ঠান্ডা,’ বলেন তিনি।
এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা বলেন, বৃহস্পতিবার দলের একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ‘একদিকে গ্রেপ্তার ও আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনী প্রচার চলছে। এগুলো লোক দেখানো। এই নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া আর কিছুই না।’
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল এ আলোচনার আয়োজন করে।
নির্বাচন প্রহসন হবে দাবি করা মওদুদ ভোটে অংশ নেয়ার বিষয়ে বলেন, তাদের দল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর ব্যাপক জনসমর্থন রয়েছে। এ কারণেই ভোটে অংশ নিতে যাচ্ছে বিএনপি।
‘যদি দেশের মানুষ ভোট দিতে পারে, এই সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করবেন। আমরা এও জানি সরকার তা হতে দেবে না। একারণেই এই নির্বাচন লোক দেখানো ছাড়া আর কিছুই না,’ বলেন তিনি।
বিএনপি নেতা আরো বলেন, গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছে, সেটা এই সরকার এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করবে।
বিএনপি চেয়ারপার্সনের জামিন বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, খালেদা জিয়ার জামিন না পাওয়া বিচার বিভাগের ওপর সরকারের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সবচাইতে বড় প্রমাণ।
তিনি বলেন, খালেদার জামিন আবেদনের বিষয়ে আদালতের আদেশের ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী বলেন যে খালেদা জিয়া কারাগারে রাজার হালে আছেন এবং তিনি ভালো আছেন। ‘আমরা আদালতের আদেশে তার সিগন্যালের প্রতিচ্ছবি পেয়েছি।’
বিএনপি নেতা বলেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। ‘আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং সফল না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরে যাব না।’