সিরাজগঞ্জ ০৩ অক্টোবর (ইউএনবি)- সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম বাজারে বুধবার সকালে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, বুধবার সকাল ৯টার দিকে গোলাম মোস্তফা রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে হামলা করে তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি ওসি।
তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে খবর পেয়ে সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না হাসপাতালে তার লাশ দেখতে যান।