ঢাবি, ১৪ মে (ইউএনবি)- ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- নবগঠিত কমিটির সহসভাপতি আল নাহিয়ান খান জয়, আইন সম্পাদক ফুয়াদ হোসাইন শাহাদাত এবং গবেষণা সম্পাদক পল্লব কুমার বর্মণ।
সোমবার রাতে ছাত্রলীগের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার বিকালে ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে পদবঞ্চিতরা সংবাদ সম্মেলন করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন আহত হন।