সিরাজগঞ্জ, ০১ অক্টোবর (ইউএনবি)- জেলার উল্লাপাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার বেলা ৩টার দিকে উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আল আজাদ উপজেলার ভেংরি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ ইউএনবিকে বলেন, ‘আজাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। এসব মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় আজাদের নিকটাত্মীয় ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আজাদকে ছিনিয়ে নিয়ে যায়।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) শারাফত ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ আজাদকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।