চট্টগ্রাম, ১১ অক্টোবর (ইউএনবি)- চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে ‘যুবলীগ’ নেতা জমির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শুক্রবার বিকালে পটিয়া পৌর সদরের মাঝেরঘাটা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ‘ফেসবুকে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছি তিনি যুবলীগ নেতা। তবে কোন পদে আছেন জানি না।’
জমির উদ্দিন এক সময় পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গত কিছুদিন ধরে হুইপ সামশুল হকের বিরুদ্ধে ফেসবুকে ক্রমাগত স্ট্যাটাস দিয়ে আসছিলেন।
এমপি সামশুল হকের পক্ষে আবু সাঈদ তানভীর নামে একজন বাদী হয়ে জমিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।