সম্প্রতি বাংলাদেশে আলেম-উলেমা তথা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের গ্রেপ্তারের বিষয়ে উৎকণ্ঠা জানিয়ে তাদের মুক্তির দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার দেশে চলমান লকডাউনকে কাজে লাগিয়ে বিএনপি নেতাকর্মী ও দেশের আলেম-উলেমাদের গ্রেপ্তার করছে।
ফখরুল বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে, সরকার দেশের আলেম ও ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করছে এবং মিথ্যা মামলার মাধ্যমে তাদের হয়রানি করছে। আমি সকল ধর্মীয় নেতাদের তাৎক্ষণিক মুক্তি এবং তাদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহরের দাবি জানাচ্ছি।’
এসময় তিনি সরকারকে বিএনপি নেতাদের মুক্তি এবং সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের আহ্বান জানান।
আরও পড়ুন: ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ডে মামুনুল
সরকার দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে দাবি করে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে সরকার ধর্মীয় নেতাদের আটক করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। দেশের সাধারণ মুসলিমরা আলেমদের এমন অপমান মেনে নেবে না।’
ফখরুল দাবি করেন, হেফাজতে ইসলাম ধর্মীয় সংগঠন হওয়ায় তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: হেফাজত কর্মীদের হামলায় বাগেরহাটে ওসিসহ ৫ পুলিশ আহত
২৬ মার্চ স্বাধীনতা দিবসে হেফাজতের আন্দোলন ও সংঘর্ষ সম্পর্কে বিএনপির এই নেতা সরকারকেই দায়ী করেন। তিনি বলেন, এটা ছিল সরকারের পরিকল্পিত চক্রান্ত। হেফাজতের শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার দলীয় লোকদের হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রক্তপাতের মাধ্যমে সরকার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করেছে।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর