মোহাম্মদপুর থানায় দায়ের করা ভাঙচুর মামলায় হেফাজতে ইসলামের বিতর্কিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
এর আগে তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর সাজেদুল ইসলাম রিমান্ডের জন্য আবেদন করেন।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা নিশ্চিত করে মামুনুলকে আদালতে হাজির করা হয়।
রবিবার বিকালে তাকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
এর আগে, ৩ এপ্রিল সোনারগাঁও- এর একটি রিসোর্টে এক নারীসহ আটক হওয়ার পর আলোচনায় আসেন এই মামুনুল।
পরে, হেফাজতের নেতারা দাবি করেন, মামুনুল তার 'দ্বিতীয় স্ত্রী' নিয়ে রিসোর্ট গিয়েছিলেন, যেখানে পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা তাকে আটকে রেখে হয়রানি করে।