বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ১৬ বছরে দেশকে শ্মশানে পরিণত করেছেন। আইন, বিচার, পুলিশ প্রশাসনসহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছেন। লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ি ইছাহাক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশের ২০ কোটি মানুষকেই নয়, তিনি নিজের দল আওয়ামী লীগকেও বিপদে ফেলে দিল্লি চলে গেছেন। এখন তিনি দিল্লি বসে আবারও বাংলাদেশের শাসন ক্ষমতায় বসার ষড়যন্ত্র করছেন। হাসিনা যে টাকা লুট করে নিয়ে গেছে, তা দিয়ে ১০০টা পদ্মা সেতু বানানো যেত।’
তিনি বলেন, ‘ধ্বংপ্রাপ্ত বাংলাদেশকে পুনরুজ্জীবীত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচি জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশের সব সেক্টরে উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিতসহ সমৃদ্ধশালী দেশ উপহার দেবে। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী দলগুলোকে ক্ষমতায় বসাতে হবে।’
আরও পড়ুন: সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবের হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের একটি অরাজক পরিবেশের পোড়ামাটি থেকে সুজলা-সুফলা শস্য-শ্যামলা বাংলাদেশ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের শ্রমিকদের বিদেশে পাঠিয়েছিলেন এবং রেমিটেন্স যোদ্ধা তৈরি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। তার সন্তান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে আবারও একটি উন্নত দেশ বানাবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর অপকর্ম, লুটপাট ও খুনে বিচার বাংলার মাটিতেই হবে। বিচার থেকে কেউ রক্ষা পাবে না।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখনও দেশে আওয়ামী লীগ রয়েছে। আপনাদের মুখরোচক কথা বলে মিলতাল দিয়ে থাকবে। কিন্তু আপনারা তাদের কথায় ভুলবেন না, আওয়ামী লীগ থেকে সজাগ থাকবেন।
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা বাবু প্রমূখ।
আরও পড়ুন: বাংলাদেশের সংগীত নিয়ে কাজ করতে চান রাহাত ফাতেহ আলী খান