তিনি বলেন, ‘আমি শুনেছি ঘূর্ণিঝড়ের কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু সরকার এটি মোকাবিলায় ‘যথেষ্ট ব্যবস্থা’ নেয়নি। ঘূর্ণিঝড়টি দেশে আঘাত আনলে আমাদের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, সরকারের অবহেলার কারণে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা গরিব মানুষ, যারা একেবারে উপকূলে থাকে।’
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয় পেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, সরকার নিজেকে উন্নয়নের রোল মডেল মনে করে, কিন্তু মাত্র ১৫ মিনিটের বৃষ্টিপাতের পরে রাজধানী হাঁটু-গভীর পানির নিচে চলে যায়। রাজধানীতে এক কিলোমিটার পথ যেতে ৪৫ মিনিট সময় লাগে, এটাকে তারা বলে রোল মডেল। তারা মানুষকে বোকা বানাতে এটা করে।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ‘গণতন্ত্র ছিনিয়ে নেয়া’, নারী নির্যাতন ও ধর্ষণ এবং দায়িত্বহীনতা ও বিচারহীনতার সংস্কৃতির রোল মডেল হয়ে উঠেছে। বাংলাদেশ ক্যাসিনো স্থাপনেও রোল মডেল হয়েছে। সারা বিশ্ব জানে বাংলাদেশে ১৫০টিরও বেশি ক্যাসিনো রয়েছে।’
বিএনপি নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও লুণ্ঠনে লিপ্ত। তারা (আওয়ামী লীগ নেতারা) নিজেরাই দুর্নীতির মধ্য দিয়ে তাদের পতন ত্বরান্বিত করছেন।