শুক্রবার বাদ জুমা বন্দরবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদি নিরীহ মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে হত্যা করছে। মসজিদ-মাদরাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না।’
মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে বদরের যুদ্ধের পুনরাবৃত্তি হবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।
এ সময় বক্তরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি বলেছেন ভারতের ঘটনা তাদের অভ্যন্তরীণ বিষয়। ‘মন্ত্রীর এরকম বক্তব্য দেশের ৯৫ ভাগ মুসলমানের কলিজায় আঘাত লেগেছে। তিনি একজন মুসলমান হয়ে তার মুখে এ রকম বক্তব্য মানায় না।’
এ সময় এ বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান প্রমুখ।