প্রথমবারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ) এর প্রথম পর্বে ‘মানুষের দ্বারা মানুষের বাস্তব গল্প’ স্লোগানকে সামনে রেখে পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে গল্প বলার শিল্পকে প্রচার ও উদযাপন করতে সারাদেশের সম্ভাব্য গল্পকারদের আমন্ত্রণ জানিয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের (জেএমসি) নির্ধারিত একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট হতে উৎসবের প্রথম পর্বটি আগামী বছরের ১০-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, আগ্রহী গল্পকাররা এই উৎসবে সাংবাদিকতার গল্প, ছোট গল্প এবং ডকুমেন্টারি সহ বিভিন্ন ধারার গল্প জমা দিতে পারেন। অংশগ্রহণকারীরা তাদের গল্প পাঠাতে পারবেন এবং বিনামূল্যে অংশ নিতে পারবেন উৎসবে।
ডিজিটাল গল্প বলার উৎসবের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া আগ্রহী গল্পকাররা বা আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং মূলধারার মিডিয়ায় যারা গল্প প্রকাশের সুযোগ পান না, তারা তাদের ছোটগল্প তুলে ধরার সুযোগ পাবেন।
আধুনিক প্রযুক্তি বিশেষ করে স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল গল্প তৈরিতে তরুণদের উৎসাহিত করাই এই উৎসবের লক্ষ্য।
আরও পড়ুন: ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতা পাচ্ছে শিল্প-সংস্কৃতির ১৪ প্লাটফর্ম
গল্পকাররা চারটি ভিন্ন বিভাগে তাদের গল্প জমা দিতে পারেন: স্বাধীন বিভাগ, ডিআইইউ সেরা কমিউনিটি ডিজিটাল গল্প বিভাগ, এক মিনিটের বিভাগ এবং সাংবাদিকতা বিভাগ। বাছাই করা গল্পগুলো উৎসবে প্রদর্শিত হবে এবং সেরা গল্পগুলোকে পুরস্কৃত করা হবে।
উৎসব সম্পর্কে ডিআইইউ বিভাগের সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন বলেন, ‘এই উৎসবের প্রধান লক্ষ্য হলো আমাদের নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা এবং সকল প্রেক্ষাপটের মানুষের গল্প উপস্থাপন করা যাতে আমরা সম্মিলিতভাবে একটি মহান সমাজ গঠনে অবদান রাখতে পারি।’
জেএমসির সহযোগী অধ্যাপক এবং উৎসবের প্রধান উপদেষ্টা ড. আব্দুল কাবিল খান বলেন, ‘বাংলাদেশে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং’ ধারণাটি তুলনামূলকভাবে নতুন। আমাদের সম্প্রদায়ের জীবনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের জীবনের সঙ্গে সম্পর্কিত গল্প সম্বলিত সংক্ষিপ্ত চাক্ষুষ গল্পগুলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা যেতে পারে। আমরা আশা করি উৎসবের মাধ্যমে অনাবিষ্কৃত গল্পকারদের গল্পগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করব।’
উৎসব সংক্রান্ত বিস্তারিত জানা যাবে উৎসবের ফেসবুক পেজে, https://www.facebook.com/CDSTF2023/