সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মদিন শুক্রবার কবির জন্মস্থান কুড়িগ্রামে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
জেলা প্রশাসন কবির সমাধীর পাশে দিনব্যাপী বইমেলার আয়োজন করে।
দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। পরে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সকালে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লেখকের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে কবির স্মরণে এক মিনিট নিরবতা শেষে দোয়া করা হয়।
সবশেষে পিটিআই ইনস্টিটিউটে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করলে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তাকে দাফন করা হয়।