পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে সরকারি ও বেসরকারি সব টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠান মঙ্গলবার সকাল সাড়ে ৮টা হতে প্রচার করা হবে।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতিবছর ১৪ এপ্রিল বেশ জাঁকজমকভাবে পালন করা হয় বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কিন্তু এ বছর, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশাল জনসমাগম এড়ানোর জন্য অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
সোমবার করোনাভাইরাসে দেশে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৮০৩ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজনসহ মোট ৪২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনে।