বেশ কিছু দিন অসুস্থতার পর শনিবার রাতে মৃত্যু হয় তার। রবিবার জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় একটি প্রকাশক সংস্থা।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অনেকে মনে করলেও, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়
জন ক্যারিকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক হিসেবে আখ্যায়িত করে থাকেন অনেকে, যিনি গোয়েন্দা থ্রিলারকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায় এবং সাহিত্যের এই ধারাটিকে দিয়েছিলেন ভিন্ন মাত্রা।
‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’, ‘টিঙ্কার টেলর সোলজার স্পাই’, ‘আ মোস্ট ওয়ান্টেড ম্যান’ এবং ‘দ্য অনারেবল স্কুলবয়’- এর মতো জনপ্রিয় সব উপন্যাসের রচয়িতা জন ক্যারি।
ভারতীয় টিভি অভিনেত্রী চিত্রার মৃত্যুর রহস্য বাড়ছে
ব্রিটিশ এই লেখকের উপন্যাস থেকে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। এছাড়া জনের ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’উপন্যাস পড়েই ইয়ান ফ্লেমিং ‘জেমস বন্ড’ চরিত্র সৃষ্টি করেছিলেন বলে মনে করা হয়।
প্রকৃত নাম ডেভিড জন মুর কর্নওয়েল। ১৯৩১ সালের ১৯ অক্টোবর জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের এক শহরে।
ক্যান্সারে মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত সুপার হিরো চ্যাডউইক
সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ইটন কলেজে দুই বছর শিক্ষকতার পর চাকরি নেন ব্রিটিশ গোয়েন্দা বিভাগে। জার্মানিতে ব্রিটিশ দূতাবাসের গোয়েন্দা রেকর্ড বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
চাকরি সূত্রে গোয়েন্দা বিভাগের বিভিন্ন গোপন তথ্য হাতে আসে তার। প্রথাগত নিয়মের বাইরে গুপ্তচরদের যে পৃথক একটা পৃথিবী রয়েছে সেটিও তার কাছে ক্রমে স্পষ্ট হতে থাকে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই গোয়েন্দা থ্রিলার লেখা শুরু করেন জন। কিন্তু সরকারি চাকরি করায় নিজের নামে এ ধরনের উপন্যাস লেখা সম্ভব না হওয়ায়, জন লে ক্যারি ছদ্মনাম লেখা শুরু করেন। পরবর্তীতে সেই নামেই পরিচিতি পান বিশ্বব্যাপী।
করোনায় মারা গেলেন ট্রাম্পের বন্ধু চেরা
ভিন্ন ধারার উপন্যাস লিখে জনপ্রিয়তা পাওয়া এই ঔপন্যাসিক দেশে-বিদেশে লাভ করেছেন অসংখ্য সম্মাননা।