প্রতিযোগিতায় একটি প্রতিবন্ধী শিশুদের গ্রুপসহ মোট পাঁচ গ্রুপে ১২০ জন অংশগ্রহণ করে। বিচারকের দায়িত্ব পালন করেন খ্যাতিমান চিত্রশিল্পী মিনি করিম, তপু খান ও ফারহানা বাপ্পি।
সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির উপমহাসচিব মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ফিরোজ সালাহ উদ্দিন বলেন, ‘আগামী ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি পালনের অংশ হিসাবে আজকের এ আয়োজন। শিশু-কিশোরদের আঁকা সব ছবি আমাদের কাছে সংরক্ষিত থাকবে। প্রয়োজনবোধে সোসাইটির বিভিন্ন প্রকাশনাতে এ ছবি কাজে লাগানো হবে।’
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপ-পরিচালক জিয়াউল আহসান, সহকারী পরিচালক মো. রেজাউল করিম, জুনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জীবন এবং যুব প্রধান রাকিবুল আলম রাব্বি উপস্থিত ছিলেন।