ঢাকা, ৩১ আগস্ট (ইউএনবি)- রাজধানীর শিল্পকলা একাডেমিতে শনিবার ১৮তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
একাডেমির জাতীয় প্রদর্শনী কেন্দ্রে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে চারুকলার ওপর এশিয়ার সবচেয়ে বড় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠানে টোকিও ইউনিভার্সিটি অব আর্ট-র এমেরিটাস অধ্যাপক তেতসুয়া নোদা এবং সংস্কৃতি সচিব এম নাসিরুদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এবারের আয়োজনে ৬৮টি দেশের ৪৬৫ জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম প্রদর্শন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।