দুর্গাপুর সীমান্ত এলাকায় অবস্থিত এই বিলে ঝাঁকে ঝাঁকে আসছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার দেশি-বিদেশি পাখি। এমন দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা বিলে ভিড় করছেন।
জানা গেছে, বেনাপোল বন্দর থেকে ৮ কিলোমিটার উত্তরে দূর্গাপুর গ্রামের কদম বিল। এ পারের কদম বিলে ৭৫ বিঘা মাছ চাষের জলাশয়ে গড়ে উঠেছে পাখির অভয়াশ্রম। সরাইল, পানকৌরি, ডংকুর পাখির কলতানে দিনভর মুখর থাকে এই বিল।
সরেজমিনে দেখা গেছে, প্রতিবছর শীতের সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে এ অভয়াশ্রমে আসে। এসব অতিথি পাখিদের কেউ যাতে ফাঁদ পেতে ধরতে না পারে সেজন্য এ গ্রামের মানুষ পাহারা দিয়ে থাকে। শার্শা প্রাণি সম্পদ অফিস থেকেও অতিথি পাখিদের তদারকি করা হচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন পাখিপ্রেমীরা।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, শীত আসলে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আমাদের দেশে আসে। শার্শা উপজেলায় কয়েকটি অতিথি পাখির অভয় আশ্রম গড়ে উঠেছে। কিন্তু পাখি শিকারীরা ফাঁদ ও এয়ারগান দিয়ে পাখি শিকার করছেন। তবে কদমবিলসহ বিভিন্ন এলাকায় পাখি সংরক্ষণে কাজ করছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।