ঢাকা, ০১ ফেব্রুয়ারি (ইউএনবি)- মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ‘বাঙালির জয় কবিতার জয়’ স্লোগানে শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে শুরু হয়েছে ৩৩তম জাতীয় কবিতা উৎসব।
জাতীয় কবিতা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, তুরস্ক, মালদ্বীপ, মালয়েশিয়া, ইরাক ও শ্রীলঙ্কাসহ ১১টি দেশের কবি, লেখক, গবেষকরা অংশ নিচ্ছেন।
কবিতা উৎসব সকলের জন্য উন্মুক্ত। কবিতা আর গান দিয়ে শনিবার রাতে উৎসবের সমাপ্তি হবে।