ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন-নোয়াখালীর মো. আব্দুল্লাহ আল নোমান (২০), বাগেরহাটের দেলোয়ার হাওলাদার (৫৫) ও মো. শাহেদ শেখ (৫৫), ঝালকাঠির আরতি হালদার (৫৫) ও মোনতোষ হাওলাদার (৪৮), নাটোরের মো. আরমান (৩২) ও মো. লালন মন্ডল (৩৫), বরিশালের আ. রহিম শিকদার (৪২), পিরোজপুরের আখি মল্লিক (২০) ও পরিমল চন্দ্র মন্ডল (৬২), খুলনার মো. মিরাজ খান (২৫) ও আজমিরা বেগম (২০), বাগেরহাটের মোছা. জেসমিন (২৫) ও মোছা. রহিমা (২), কিশোরগঞ্জের রেহেনা (২৫)।
খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।
এ ব্যাপারে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের চেষ্টার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।